টার্মস এন্ড কন্ডিশনস
শর্তাবলী
- কাজ শুরু করার পূর্বে ডেভেলপমেন্ট চার্জের ৪০% পে করতে হবে, এবং কাজ কমপ্লিট হওয়ার পর ৩দিনের মধ্যে অবশিষ্ট ৬০% পে করতে হবে।
- কাজ শুরু করার পূর্বে ডোমেইন, হোস্টিং, থিম, প্লাগিন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিতে হবে অথবা ডোমেইন, হোস্টিং, থিম, প্লাগিন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরিশোধ করতে হবে।
- যদি কোথাও পেমেন্ট করার ক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য হয় তা ক্লায়েন্ট বহন করবে। যেমনঃ ডোমেইন,হোস্টিং, থিম, প্লাগিন বা অন্য কোন প্রয়োজনীয় জিনিস ক্রয় করার সময়।
- বিকাশ, রকেট, নগদ, উপায় এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।
- বিল পরিশোধ করার ক্ষেত্রে যদি কোন মোবাইল ব্যাংকিং মাধ্যম (রকেট, নগদ, উপায়) ইউজ করা হয় তাহলে ক্ষেত্রবিশেষে (1%-2%)চার্জ প্রযোজ্য হবে।
- চুক্তি বহির্ভূত কোন জিনিস ক্রয়ের প্রয়োজন হলে তার সম্পুর্ণ খরচ বহন করবে ক্লায়েন্ট।
- কাজ শুরু করার ২০ দিনের মধ্যে সাইটের সমস্ত কন্টেন্ট দিতে হবে। ২০ দিনের মধ্যে কন্টেন্ট দিতে না পারলে ডেলিভারি টাইম বৃদ্ধি পাবে, এক্ষেত্রে tukiDevs টিম কোন দায়ভার গ্রহন করবেনা। এবং ৩০ দিনের বেশি অতিক্রম করলে এক্সট্রা চার্জ যুক্ত হবে।
- সমস্ত কন্টেন্ট দেয়ার পর থেকে প্যাকেজ অনুযায়ী ডেলিভারি টাইম হিসেব করা হবে।
- কাজ শেষ হওয়ার পর ৭দিনের মধ্যে ক্লায়েন্টকে ওয়েবসাইট বুঝে নিতে হবে এবং সাইট বুঝে নেয়ার আগে সম্পুর্ন বিল পরিশোধ করতে হবে।
- সার্ভিস কেন্দ্রিক কিছু বিষয় আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
- আমাদের সকল শর্তাবলী কর্তৃপক্ষ যেকোন সময় পরিবর্তন করতে পারবেন।